দেশজুড়ে
সারা দেশে র্যাবের ৪২৫টি টহল দল মোতায়েন করা হয়েছে
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪২৫টি টহল দল মোতায়েন করেছে র্যাব। এর মধ্যে রাজধানীতেই কাজ করছে ১৪৫টি টহল দল।
সোমবার (২০ নভেম্বর) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এ র্বাতায় র্যাব জানায়, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।
খুদে বার্তায় আরও বলা হয়, বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাবের টহল দলের পাহারায় নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।