দেশজুড়েপ্রধান শিরোনাম

সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু আজ। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকবেন বিজিবি সদস্যরা।

অবরোধের প্রথম দিনে রাজধানীতে সকাল থেকে জনজীবন অনেকটাই স্বাভাবিক। অন্যান্য দিনের তুলনায় নগরের মানুষজনের উপস্থিতিও বেশি। অবরোধ ঘিরে সকালে সড়কে গণপরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়ছে। রাজধানীর বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই কর্মসূচির সমর্থনে রাজধানীর কয়েকটি এলাকায় রাতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্বে মশাল মিছিল হয়। এছাড়া, বনানীতে ছাত্রদলের মিছিলে নেতৃত্ব দেয় দলটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ। বনশ্রীতেও মিছিল বের করে ছাত্রদল। একইসাথে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। অবরোধের পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন পালনের ঘোষণাও দেন তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close