প্রধান শিরোনামরাজস্বশিল্প-বানিজ্য

সামিট ও নাবিল গ্রুপের ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান, তাঁর পরিবার ও স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব গতকাল রোববার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৭৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৮ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৮০ টাকা রয়েছে। এ ছাড়া তাদের নামে রাজশাহীর পবা উপজেলায় থাকা ৫৯ একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন।

এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান ও পরিবারের সদস্যদের নামে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা দুটি ফ্ল্যাট ও ৩১৫ দশমিক ৯৪ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ফ্ল্যাট ও জমির দলিলমূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা। বাস্তবে এর মূল্য বহুগুণ হবে বলে জানা গেছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন।

আবেদন সূত্রে জানা যায়, জব্দ হওয়া ফ্ল্যাট দুটি আরামিট সিমেন্ট লিমিটেডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের নামে। এ ফ্ল্যাট দুটি চট্টগ্রামের পাঁচলাইশ ও কোতোয়ালি থানা এলাকায়। এ ছাড়া জব্দ হওয়া ৩১৫ দশমিক ৯৪ একর জমি চট্টগ্রাম সদর ও আনোয়ারা উপজেলায়।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
উচ্চ আদালতের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন।

সূত্র: সমকাল

Related Articles

Leave a Reply

Close
Close