আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
সামাজিক বন্ধন জোরালো হলে বরগুনার রিফাতকে বাঁচানো যেত; মেয়র আতিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: সামাজিক আন্দোলন ও বন্ধন আরও জোরালো হলে বরগুনার রিফতাকে বাঁচানো সম্ভব হতো বলে মন্তব্য করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় “চায়না জিংজু ব্যাটারি (বিডি) লিমিটেড” এর জনপ্রিয় ব্র্যান্ড “কিজো ব্যাটারি”র নতুন ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠান ও বার্ষিক ডিলার সম্মেলনে এসে এসব কথা বলেন মেয়র।
এসময় মেয়র আরও বলেন, রিফাতের এমন হত্যাকন্ড কোন ভাবেই মেনে নেয়ার মতো নয়। তাই পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে যে কোন অপরাধ প্রতিহত করতে জনগনকে এগিয়ে আসতে হবে।
এছাড়া শ্রমিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার আহবান জানান চায়না কারখানা কর্তৃপক্ষকে। পাশাপাশি বাংলাদেশে ব্যবসার অনুকুল পরিবেশ তুলে ধরে তাদের আরও বিনিয়োগের অহবান জানান আতিকুল ইসলাম। এছাড়া গত ১০ বছরে শ্রমিকদের বেদন বেড়েছে ৪৩১ শতাংশ।
পরে ব্যাটারী কারখানার বিভিন্ন কাজের ইউনিট ঘুরে দেখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানি চেয়ারম্যান জনাব উঁ কু-ও ছুন। আরও উপস্থিত ছিলেন ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামীমসহ কারখানার অনান্য কর্মকর্তাগন।