দেশজুড়েপ্রধান শিরোনাম

সাভার সীমান্তে কাঁচা চামড়া পুড়িয়ে আঠা বানাতো ৩ কারখানা

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের সীমান্তবর্তী এলাকা কেরানীগঞ্জের লঙ্কারচড়ে ট্যানারীর বর্জ্য (কাঁচা চামড়া) পুড়িয়ে সিরিজ গাম/ আঠা তৈরীর টি কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে কারখানাটি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রমাম্যানদালত।

এসময় ৩টি কারখানার মালিককে দিন করে কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমানদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার(০৪ ডিসেম্বর) সকালে ঢাকার কেরানীগঞ্জের লঙ্কারচড় এলাকায় এই অভিযান চালায় কেরানীগঞ্জ সার্কেলের এসিল্যান্ড ভ্রম্যমানদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল

ভ্রম্যমানদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, দীর্ঘ দিন ধরে ওই কারখানা ৩টি পরিবেশ দূষন করে ট্যানারীর বর্জ্য দিয়ে সিরিজ গাম/আঠা তৈরী করেসছিল। সম্প্রতি এলাকাবাসী পরিবেশ দূষনের অভিযোগ দিলে সকালে কারখানা ৩ টিতে অভিযান চালানো হয়। অভিযান চালানোর পর কারখানা ৩টি কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে এবং পরিবেশ দূষণের দায় স্বীকার করে নেয়ায় কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়। একই সাথে কারখানার মালিককে দিন করে কারাদণ্ডাদেশ দেয়া হয়

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close