প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভার সিআরপিতে স্পিকার শিরিন শারমিন

নিজস্ব প্রতিবেদকঃ সমাজের প্রতিবন্ধীদের পূনর্বাসন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এসময় স্পিকার আরও বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য সকল সুযোগ তৈরি করে দিচ্ছে এবং যাতে তারা সেই সুযোগগুলো গ্রহন করতে পারে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণের জন্য প্রতিবন্ধি ফাউন্ডেশন স্থাপন করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে প্রতিবন্ধিদের মাঝে ভাতা প্রদান করা হচ্ছে।
পাঁচদিন ব্যাপি এ হুইলচেয়ার বাস্কেটবল প্রতিযোগীতায় শারীরিক প্রতিবন্ধি নারী ও পুরুষরা অংশ গ্রহন করেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিআরসির বাংলাদেশের হেড অফ প্রিয়ের দ্যোখব, সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর, নির্বাহী পরিচালক শফিকুল ইসলামসহ আরো অনেকে।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close