শিল্প-বানিজ্যশেয়ার বাজার
সাভার রিফ্রাক্টরিজের লভ্যাংশ না দেয়ার ঘোষণা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সাভার রিফ্রাক্টরিজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ দশমিক ১৩ টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪ দশমিক ০৪ টাকা।
কোম্পানিটির এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।