প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভার পেতে যাচ্ছে করোনা ডেডিকেটেড হাসপাতাল

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের জনগণের জন্য চালু হতে যাচ্ছে করোনার ডেডিকেটেড হাসপাতাল। সাভারের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালকেই করোনা ডেডিকেটেড করা হচ্ছে বলে জানিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সায়েমুল হূদা।
বৃহস্পতিবার(০৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, বুধবার আমরা ইতমধ্যে আমিনবাজারের জন্য একটি এম্বুলেন্স পেয়েছি। জনবল এবং আনুষাঙ্গিক জিনিস বুঝে পেলেই আমাদের কাজ শুরু হবে।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সাভারের সাংসদ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের পরামর্শক্রমে আমরা আবেদন করি। সবকিছু ঠিক থাকলে অতিদ্রুতই আমাদের ডেডিকেটেড হাসপাতালের কাজ শুরু হবে। আমাদের ডিজি স্যার, ঢাকা জেলা সার্জন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ সকলেই এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এ হাসপাতাল চালু হলে সাভারের করোনা পরিস্থিতি মোকাবেলা আরো সহজ হবে।
/আরএম