করোনাধামরাইপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভার ধামরাইয়ে নতুন আক্রান্ত ৪৬

নিজস্ব প্রতিবেদকঃ সাভার ও ধামরাই উপজেলায় পুলিশ সদস্যসহ নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সাভারে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্তের সংখ্যা ৪২ জন ও ধামরাইয়ে ৪ জন রয়েছেন। শুক্রবার স্থানীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বুধবার ১১৩ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

কোভিড–১৯ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাভার ফায়ার সার্ভিসের ৩ কর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী, সাভারে কর্মরত এসএসএফ পুলিশের ৬ কনস্টেবল, সাভার থানার ১ কনস্টেবল, গোয়েন্দা পুলিশের (ডিবি) ১ সদস্য ও ২টি বেসরকারি হাসপাতালের ১০ জনসহ বিভিন্ন পোশাক কারখানার কর্মী রয়েছেন।

এ নিয়ে সাভারে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২৫৭ জনে।

এছাড়া একই দিনে ধামরাই থেকে একই ল্যাবে ৩৬ জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close