প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভার কলেজ ছাত্রলীগ নেতা প্লাবন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদকঃ সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্লাবন খান মজলিসকে দল থেকে বহিঃষ্কার করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা প্লাবনকে আটক করে র্যাব-৪। তার কাছ থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব।
এরপর গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্লাবনকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে তাকে বহিষ্কারের সুপারিশ করে ঢাকা জেলা উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক।
র্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চামকা জানায়, সাভার মডেল থানার পাশেই দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল সাভার কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শীর্ষ মাদক ব্যবসায়ী প্লাবন খান।
এদিকে মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা প্লাবন খান মজলিসের গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
/আরএম