আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
সাভার-আশুলিয়ায় বেশি দামে লবন বিক্রি; অভিযান-আটক (ভিডিও সহ)
আনোয়ার সুলতান, আশুলিয়া: গুজব ছড়িয়ে বাড়তি দামে লবন বিক্রির অভিযোগে আশুলিয়া অভিযান চালিয়ে তিন দোকানিকে ৯০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভম্বর) বিকেলে আশুলিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে আশুলিয়ার বাইপাইলের শরিফ স্টোর, সবুজ বাণিজ্যলায় ও ভাই ভাই স্টোর নামে তিনটি দোকানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেশি দামে কেউ লবন বিক্রি করলে বা দাম চাইলে ক্রেতাদের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট থানা ও হট লাইন নম্বরে জানানোর পরামর্শ দেন তিনি।
অন্যদিকে সাভারের নামা বাজার, হেমায়েতপুর ও আমিনবাজার এলাকায় বাড়তি দামে লবন বিক্রির দায়ে কয়েকজন দোকানিকে কারাদন্ডসহ আর্থিক জরিমানাও করা হয়।
ভিডিও দেখুন: