আশুলিয়াপ্রধান শিরোনামসাভার
সাভার-আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেেছে সাভার হাইওয়ে পুলিশ।
বুধবার (০৪ নভেম্বর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে বাস-ট্রাক বা অন্য কোন গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে তা চিহ্নত করা যায়নি।
নিহত ছাত্রের নাম নাবিক আহমেদ। আশুলিয়ায় চিত্রশাইল কাঠালতলার ইমান উদ্দিনের ছেলে নাকিব। সে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশল ইউনির্ভাসিটিতে সফটওয়ার ইঞ্চিনিয়ারিং বিষয়ে স্নাতক শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, ঢাকাগামী অজ্ঞাত কোন গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নাকিবের মৃত্যু হয়েছে। ঘাতক চালক ও গাড়িটি চিহ্ন করে আটকের চেষ্টা চলছে।
অন্যদিকে গত রাতে সাভারের শিমুলতলায় ট্রাক চাপায় রুহুল মিয়া নামের (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।
নিহত রুহুল মিয়া গাইবান্ধা জেলার সাজেদপুর থানার আবুল মিয়ার ছেলে।