আশুলিয়াপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে চিনি দিয়ে গুড়; আশুলিয়ায় ইউরিয়া দিয়ে সেমাই
নিজস্ব প্রতিবেদকঃ সাভার ও আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গুড় ও সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগে দুটি কারখানাকে নয় লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সাভারের নামাবাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো এলাকার বেক টাইম কারখানায় বুধবার(২২ জুলাই) এ অভিযান পরিচালনা করেন র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই গুড় কারখানায় অভিযান পরিচালনা করে মালিক গৌতম সাহাকে নগদ চার লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে নদীতে ফেলে দেয়া হয়।
অন্যদিকে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইউরিয়া ও ক্ষতিকর কাপড়ের রঙ দিয়ে সেমাই, বিস্কুট, কেকসহ নানা খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিলেন বেক টাইম কারখানার মালিক আলমগীর হোসেন। খবর পেয়ে আমরা অভিযান চালাই।
এ সময় আলমগীর হোসেনকে পাঁচ লাখ টাকা জরিমানা করে ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এছাড়া কারখানা থেকে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে র্যাব।
অভিযানে র্যাব-৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা অর্থনীতিকে তিনি বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছি। তথ্য পেলেই আমরা অভিযান চালাবো। আপনাদের কাছে তথ্য থাকলে আমাদের জানাতে পারেন। বুধবার দুইটি কারখানা থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর আগে সোমবার(২০ জুলাই) সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি পন্য উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪।
/আরএম