সাভারস্থানীয় সংবাদ
সাভার-আশুলিয়ায় আগামীকাল তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শক্রবার (১০ জুলাই) সাভার ও আশুলিয়ার এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে কিছু এলাকা এই আওতার বাইরে থাকবে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ জুলাই) সাভার ও আশুলিয়ার অধিকাংশ এলাকায় সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে সাভারের আমিনবাজার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউপিজেডের আশে পাশসহ ডেন্ডাবর এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকবে। এর বাইরে সাভার-আশুলিয়ার সব এলাকায় আগামীকাল শুক্রবার (১০ জুলাই) গৗাস সরকরাহ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে আবার যথানিয়মে গ্যাস সরবরাহ করা হবে বলেও জানান আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।