প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ৯ টি গাঁজা গাছ উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে অভিযান চালিয়ে ৯ টি তাজা গাঁজা গাছ উদ্ধার করেছে র্যাব-৪। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রানের বউবাজার এলাকার সিরু মিয়ার জমিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিরু মিয়া ওই জমিটি ভাড়া দিয়েছিলেন বলে জানা গেছে।
আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার আব্দুর রাজ্জাক (৭০), নেত্রকোনা জেলার বকুল (৬০) ও ফেনী জেলার নুর আলম (৬৫)। তারা সবাই শিরু মিয়ার বাগান পরিচর্যা করতেন বলে জানা গেছে।
ঘটনাস্থলের নিরাপত্তা কর্মী দেলোয়ার হোসেন জানান, একটি বেসরকারি কোম্পানির কাছে সিরু মিয়া ২ একরের বেশি পরিমান জমি ভাড়া দেন। এই জমিতে কোম্পানীর নিরাপত্তা কর্মীরা প্রায় ১ বছর আগে এই গাছ গুলো লাগান। ফুলের গাছের কথা বলে আমাদের পরিচর্যা করতে বলতো সুপারভাইজার রাজ্জাক। আমরা তার কথামত গাছে পানি দিতাম। পরে আজ দুপুরে র্যাব অভিযান চালিয়ে গাঁজার ৯ টি গাছসহ তাদের আটক করে নিয়ে যায়।
গাঁজাগাছ উদ্ধার ও আটকের বিষয়টি রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।
/এন এইচ