প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ৮৭ লাখ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: সাভারে অভিযান চালিয়ে প্রায় ৮৭ লক্ষ টাকার হেরোইনসহ ৩ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর (সিপিসি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এরআগে সকাল ৮ টার দিকে সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জামাল উদ্দিন (৫০), রাজশাহী জেলার মো. সজিব (২১) ও মো. জয়।

র‌্যাব-৪ জানায়, গ্রেফতারকৃত আসামীরা যোগসাজোশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close