সাভারস্থানীয় সংবাদ
সাভারে ৬টি ইটভাটায় জরিমানা ৬২ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে অবৈধভাবে ইট তৈরি করার দায়ে ৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটাগুলোর একাংশ গুড়িয়ে দেওয়া হয়।
বুধবার( ১২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের নামাগেন্ডা ও বিরুলিয়া এলাকার এসব ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) কাজী তামজীদ আহমেদ।
কাজী তামজিদ আহমেদ বলেন, এ এলাকায় বেশ কিছু ইটভাটা অবৈধভাবে ইট তৈরি করছিল। খবর পেয়ে ৬টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাভারের নামাগেন্ডা এলাকার কর্ণফুলী ব্রিক্সকে ৫ লাখ, একলাছ ব্রিক্সকে ২০ লাখ, মধুমতি ব্রিক্সকে ৫ লাখ, ফিরোজ ব্রিক্সকে ৬ লাখ এবং বিরুলিয়ার সাদুল্লাপুর এলাকার মাহিন ব্রিক্সকে ২০ লাখ ও রিপন ব্রিক্সকে ৬ লাখ টাকা করে মোট ৬২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভাটা ৬টি বন্ধ করে এর আংশিক গুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কারখানা কার্যক্রম পরিচালনা করায় মধুমতি কেমিক্যালস এবং একটি টায়ার পুড়ানো কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, হিসাব রক্ষক উজ্জল বড়ুয়াসহ স্থানীয় পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ।
/এন এইচ