প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ৫শ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে ৫’শ ইয়াবাসহ মনির হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) বিকালে সাভারের রাজাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির হোসেন বরিশাল জেলার আগনঝোড়া থানার সারাল গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি সাভারের রাজাশন এলাকার পালোয়ান বাড়িতে ভাড়া থাকতেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মনির হোসেন দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে গোয়েন্দা পুলিশের নিকটে এমন তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ওই এলাকার অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫’শ পিস ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Close
Close