প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ৪৪৭ বোতল ফেনিসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সাভার হতে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
রোববার রাতে সাভারের যাদুরচর এলাকায় অভিযান পরিচালনা করে ৭ টি ব্যাগ থেকে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ নিম্নোক্ত ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটক’কৃতরা হলো- মোঃ তুহিন হাওলাদার (২২), জেলা- বরগুনা। অপরজন মোঃ শফিক (২০), জেলা- বরগুনা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো। এছাড়াও আরো জানা যায় যে, গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ তুহিন হাওলাদার (২২) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
/এন এইচ