প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ১৬টি জুয়েলারি প্রতিষ্ঠানকে আর্থিক দন্ড
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে জেলা প্রশাসনের নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ১৬টি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (০৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত সাভারের কয়েকটি মার্কেটে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জুয়েলারি ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে হয়। অভিযোগ ছিল, সাভারের অনেক জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক সেই নিবন্ধন না নিয়েই তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এসব নিবন্ধনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১৬টি জুয়েলারি প্রতিষ্ঠান জেলা প্রশাসকের কার্যালয়ের নিবন্ধনের কাগজ দেখাতে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সাথে দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে নির্দেশনা দেয়া হয়।
অভিযানে এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরসিদস্যরা উপস্থিত ছিলেন।
/এন এইচ