দেশজুড়েপ্রধান শিরোনামসাভার
সাভারে হোম কোয়ারেন্টাইন না মেনে বাহিরে চলা ফেরা করায় প্রবাসীকে অর্থদন্ড
নিজস্ব প্রতিবেদক: সাভারে হোম কোয়ারেন্টাইন না মেনে বাহিরে চলা ফেরা করার অভিযোগে এক আয়ারল্যান্ড প্রবাসীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ মার্চ) বিকেলে সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ সাভারের গেন্ডা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রবাসীকে আর্থিক জরিমানা করেন পাশাপাশি তাকে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, কয়েকদিন আগে আয়ারল্যান্ড থেকে সাভারের গেন্ডা এলাকায় নিজ বাড়িতে ফেরেন ওই ব্যক্তি। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হলেও সে তা না মেনে বিভিন্ন স্থানে ঘোরা ফেরা করছিলেন। পরে খবর পেয়ে আজ তার বাড়িতে অভিযান পরিচালনা করে নগদ সাত হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় ও তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়রা উপস্থতি ছিলেন।
প্রসঙ্গত আজ শনিবার রাত পর্যন্ত সাভার ও ধামরাইয়ে প্রবাসীসহ মোট ৬৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা সংক্রমন রোধে ইতোমধ্যে সাভার ও ধামরাইয়ে সকল পর্যটন ও বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।