প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় আহমদ আলী নামে যুবক নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিওকলোনী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আহমদ আলী সাভারের নয়াবাড়ি এলাকার কোরান আলীর ছেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই মলয় কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোন গাড়ি তাকে চাপা দেয় ও ঘটনাস্থলেই সে মারা যায়। ঢাকাগামী মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাশাপাশি পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।