প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে সড়ক দুর্ঘটনায় মুসলিম উদ্দিন (৬২) নামে পোশাক কারখানার এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও বাস চালকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (২৪জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন রংপুর জেলার বিশ্নপুরের স্থায়ী বাসিন্দা। তিনি আনলিমা পোশাক কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, সকালে কাজে যোগদানের উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই পরিচ্ছন্ন কর্মী। পরে উলাইল বাসস্ট্যান্ডের পূর্বপাশ দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।