প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শাখা-দুলা ভাই। খবর পেয়ে এঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম । এর আগে দুপুরে সাভারের ভাকুর্তা এলাকার চাইরাবাড়ি গ্রামের সোহেল রানার বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-সাভারের চাইরাবাড়ি এলাকার ওসমান গণির ছেলে সোহেল চৌধুরী ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে সোহেল রানা। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।

পুলিশ জানায়, সোহেল রানা তাদের বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মান করেন। সেপটিক ট্যাংকটির মুখ বন্ধ ছিল। তারা দুই জন দুপুরে ট্যাংকের মুখ খুলে পরিস্কার করতে নামে। সেখানে বায়োগ্যাস জমে থাকলে তারা গুরুতর অসুস্থ হন। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম  বলেন, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তবে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close