প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে সওজ এর উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মোঃ মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান  চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা-অারিচা মহাসড়কের অামিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে অামিনবাজার থেকে গেন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করে রাখা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close