প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে সওজ গুড়িয়ে দিল ৪ হাজার স্থাপনা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে সাভারে দখল করে অবৈধভাবে মার্কেট, বহুতল ভবন নির্মাণ করা ৪ হাজার স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

শনিবার (০৭ ডিসেম্বর) সকাল থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মোঃ মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান  চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আজ সাভার ব্যাংক কলোনী থেকে শুরু হয়। এ সময় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি আরোও বলেন ৬ মাসের মধ্যে সড়ক মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়িত ছিল।

এর আগে ২৫ ও ২৬ নভেম্বর দুইদিন ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে এ অভিযান পরিচালিত হয়েছিল।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close