প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে শ্রমিক ছাটাই বন্ধসহ বিভিন্ন দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় একটি পোশাক কারখানায় ছাটাই ও লে-অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ঘটনার প্রায় ২ ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে একই এলাকার ব্যান্ডো ইকো আপ্যায়ারেলস লিমিডেট নামের পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পরে রাত ৯ টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
শ্রমিকরা জনান, কারখানাটি বারবার বন্ধ ও চালু করে কর্তৃপক্ষ। সেই সাথে কিছুদিন আগে ১০ দিনের জন্য কারখানা লে-অফ (সাময়িক বন্ধ) ঘোষণা করে। এছাড়া নিয়ম না মেনে শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক ছাটাই করছে। তাই কারখানা খোলা ও ছাটাই বন্ধের দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, শ্রমিকরা বিভিন্ন দাবীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছিল। আমরা ঘটনাস্থলে পৌছে তাদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দিয়েছি।
/এন এইচ