করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
সাভারে শিল্প পুলিশের ৭ সদস্যসহ নতুন করোনাক্রান্ত ১৬
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে গত ২৪ ঘণ্টায় শিল্প পুলিশের ৭ সদস্যসহ ১৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫৯।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত শনিবার(১৬ মে) ৭০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। আজ রোববার(১৭ মে) এসব নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। এদের মধ্যে সাতজন শিল্প পুলিশ।
নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন সাভারের বিভিন্ন এলাকার হলেও ১ জনের স্থায়ী নিবাস সাভারে নয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, সাভারে গত শনিবার পর্যন্ত ১ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। মারা গেছেন ৩ জন।
এছাড়া সাভারে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে ৪ জন। এবং বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
/আরএম