প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে শিক্ষার্থী নীলা হত্যাঃ মিজানের সহযোগী সেলিম দুই দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদকঃ সাভারে নীলা রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার মিজানুরের সহযোগী সেলিম পহলানের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএফএম মারুফ চৌধুরীর আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ আসামিকে আদালতে হাজির করে। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে ফেরি পারপারের সময় সেলিম পহলানেকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিকটস্থ তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।
/এন এইচ