সাভারস্থানীয় সংবাদ

সাভারে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: সাভারে নকশা বর্হিভূত ভাবে নির্মানাধীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এসময় ৫ টি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়। এসময় রাজউকের আওতায় পৌরসভার অনুমোদন দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ডিসেম্বর) দুপুরে সাভারে ব্যাংক কলোনী এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় নির্মানাধীন ২ তলা, ৩ তলা ৬ তলা, ৫ তলা দুই ভবনের রাজউকের নকশা বর্হিভূত অংশ ভেঙ্গে দেয়া হয়। এরমধ্যে ৪ টি ভবন রাজউক ও একটি পৌরসভা থেকে অনুমোদন নেয়া হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সাভার রাজউকের মহাপরিকল্পিত এলাকার অন্তভুর্ক্ত। এখানে অপরিকল্পিত ভবন নির্মানের সযোগ নেই। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। উচ্ছেদের ক্ষেত্রে প্রথমে নির্মানাধীন ভবনের প্রতি জোর দেয়া হচ্ছে। যেহেতু ভবনগুলো সংশোধনের সুযোগ আছে। এছাড়া রাজউকের আওতায় থাকা এলাকায় নিয়ম অনুযায়ী পৌরসভার ভবনের নকশার অনুমোদন দেয়া সুযোগ নেই। কিন্ত তারা দিয়েছে ও আবার তাদের বিষয়টি ঠিত মত মনিটরিং করেনি। ফলে সাভারে নকশা বর্হিভূত ভবনের সংখ্যা বাড়ছে।

তবে ভবনের নকশা সঠিক ভাবে করা থাকে, তাহলে ফি দিয়ে নতুন করে রাজউক থেকে অনুমোদন নেয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি দ্রুতই সাভারে রাজউকের সাব অফিস করার পরিকল্পনার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে সাভার পৌর মেয়র আব্দুল গণি বলেন, ২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে ভবনের নকশা অনুমোদেন দেয়ার চিঠির বিপরীতে অনুমোদন দিচ্ছি। তবে রাজউকের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রনালয় ও রাজউক, উভয় সাথে আলোচনা করবো।

এসময় রাজউকের অন্যান্য কর্মকর্তাসহআইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close