সাভারস্থানীয় সংবাদ
সাভারে যেভাবে করোনার নমুনা সংগ্রহ করা হয় (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত রোগীকে চিহ্নিত করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট টেস্ট কিট প্রাইমারের সাহায্যেই একমাত্র এই রোগ নির্ণয় করা যায়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বোয়াব টেস্টের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
স্বোয়াব টেস্টে মুলত একটা লম্বা টিউবে তুলা জড়িয়ে রোগীর মুখ হাঁ করিয়ে গলা থেকে নমুনা সংগ্রহ করা হয় এক্ষেত্রে। মূলত তুলায় রোগীর যে লালা লাগবে, সেটাকেই নমুনা হিসাবে ব্যবহার করা হয়, বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা।
তিনি আরও জানান, ২৪ ঘন্টাই সেবার দুয়ারে খোলা রেখেছে ৫০ শয্যার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রয়েছে আইসোলেশনের ৫ টি বেড। নিয়মিত করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে এখানে। প্রয়োজনে বাসায় গিয়ে সংগ্রহ করা হয়। আর করোনার চিকিৎসা তো বটেই, পাশাপাশি সাধারন চিকিৎসাও চলছে নিয়মিতভাবেই।
পাশাপাশি আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধও করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
ভিডিও দেখুন: