আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

সাভারে মাছের খামার থেকে হাজার লিটার মদ সহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে ১ হাজার ১৫২ লিটার চোলাই মদসহ মানিক মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের শ্যামলাসী কলাতিয়াপাড়া মাছের খামারে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাবের দেয়া তথ্য অনুযায়ী আটক মানিক মিয়া নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মানিককে আটক করা হয়।

এসময় ৪৭ টি জারিক্যানে মোট ১ হাজার ১৫২ লিটার চোলাই মদ, চোলাই মদ তৈরীর জন্য বিশেষভাবে তৈরী নীল রংয়ের ৩ টি ড্রাম, ৩ টি বড় সিলভারের পাতিল, ৬ টি গ্যাসের সিলিন্ডার, রেগুলেটর ও সাদা পাইপযুক্ত ৩ টি গ্যাস বার্ণার, মদ ঢালার কাজে ব্যবহৃত সবুজ রংয়ের ১ টি চুঙ্গা, চুলা ঘেরাও এর কাজে ব্যবহৃত নীল ও লাল খয়েরী রংয়ের ১ টি প্লাষ্টিকের ত্রিপল ও খুটির কাজে ব্যবহৃত ৫ টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী র‍্যাবকে জানায়, দীর্ঘদিন যাবত সে লোকচক্ষুর আড়ালে চোলাই মদ তৈরি করে গুদামজাত করে রাখে এবং পরবর্তীতে সেগুলোকে সাভারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close