সাভারস্থানীয় সংবাদ

সাভারে মবিল কারখানার আগুন নিয়ন্ত্রণ, ফায়ার ফাইটার আহত

নিজস্ব প্রতিবেদক: সাভারের হেমায়েতপুরে পোড়া মবিল প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সাভার শাখার ৩টি ইউনিট, কল্যানপুরের ১টি ও কন্টোল রুম থেকে ১টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে, আগুনে কাজ করার সময়  কল্যানপুর ফায়ার সার্ভিসের পঙ্কজ ও নূর মোহাম্মদ নামের দুই ফায়ার ফাইটার আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর সোয়া ২ টায় সাভারের হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় এ আগুনের ঘটনা ঘটে। পরে ৩টা ৪০মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ৪নং জোন উপ-সহকারী পরিচালক আনোয়ারুল হক জানায়, একতলা বিশিষ্ট টিনশেডের মবিল প্রকিয়াজাতকরণ কারখানাটিতে হঠাৎ করেই আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ধারনা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগিকান্ডের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনি বলা যাচ্ছে না। এ ঘটনায় দুই ফায়ার ফাইটার আহত হয়েছে। এছাড়া অন্য কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Close
Close