সাভারস্থানীয় সংবাদ
সাভারে মদ্যপ অবস্থায় রিসোর্ট থেকে ৭ শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক: সাভারের একটি রিসোর্ট থেকে ৭ শিক্ষার্থীকে মদ্যপ অবস্থায় আটক করেছে পুলিশ। এর মধ্যে ৩ জন নারী শিক্ষার্থীও রয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের মধুমতি মডেল টাউনের জিওন রিসোর্ট থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
পুলিশ জানায়, ওই রিসোর্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা মদ্যপ অবস্থায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।