প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: সাভারে আটা ও ময়দা ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের দায়ে বিভিন্ন আরদে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে সাভারের নামাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন
এসময় একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল জানান, ঢাকা সহ সারা দেশে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় সাভার নামা বাজারে অভিযান চালানো হয়। এখানে দেখলাম, আটা ও ময়দায় ওজনে কম দেয়া, মূল্য তালিকা টাকানোর বিষয়টি অনেকেই মানছেন না। একই সাথে প্রতিদিন সকালে একরকম দাম, বিকালে আরেক রকম দাম। এমন নানা অভিযাগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। তাদের আগের কেনা পণ্য ইচ্ছেমতো দাম বৃদ্ধির করেছেন। জনস্বার্থে নিত্য পণ্য বাজারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।