প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া
নিজস্ব প্রতিবেদক: সাভারে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ে অধিকতর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাভার মজিদপুর এ সচেতনাতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ও সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অথরিটি এ মহড়া বাস্তবায়ন করে। আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ
এ সময় আরো উপস্থিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল আজিজ, সিপ প্রয়াস ২ এর প্রকল্প সমন্বয়কারী আফসানা আজাদ ও প্রকল্প কর্মকর্তা জনাব মুনিরুল ইসলামসহ আরো অনেকে ।
এ সময় নগরকেন্দ্রীক ঝুঁকি হ্রাস অধিকর সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অংশ হিসাবে স্থানীয় পর্যায়ে জনমনে বিভিন্ন দূর্যোগের পূর্ব প্রস্তুতি ও দূর্যোগ পরবর্তী বিষয়ে করনীয় এবং ভূমিকম্প-অগ্নিকান্ড বিষয়ে অধিকতর সচেতনাতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।