সাভারস্থানীয় সংবাদ
সাভারে বড়দিন উৎসব

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের মতো সাভারেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে।
আজ বুধবার ( ২৫ ডিসেম্বর) সকাল থেকেই সাভারের ধরেন্দ্রায় খ্রিস্টান সম্প্রদায়ের কেন্দ্রীয় মিশনে আনন্দ-আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সাভারে প্রায় ৬ হাজার খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। সকাল থেকেই দিনটি উপলক্ষে কেক তৈরি করা ও খাবারের বিশেষ আয়োজন করে। বড়দিন উপলক্ষে গির্জা সাজানো হয়েছে জমকালো সজ্জায়।
সাভারে বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।