সাভারস্থানীয় সংবাদ
সাভারে ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় আরও ২ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সাভারের বলিয়ারপুরে বাসে ডাকাতের হাতে নিহত হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যার ঘটনায় ১০ মাস পর মুরগি জাবেদ ও আব্দুর রহিম নামে আরো দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই। এ নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় মোট ১৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করলো পিবিআই।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পিবিআই ঢাকা জেলা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত বছরের ৫ অক্টোবর নিহত হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম মিরপুর থেকে সাভারে ভাগিনার সাথে দেখা করে রাতে মিরপুর ফেরার পথে ওই যাত্রীবাহি বাসে ডাকাতের কবলে পড়ে। এসময় ডাকাত সদস্যরা তাকে হত্যা করে টাকা পয়সা লুট করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে নিহতের স্বজনদের সাভার থানায় মামলা দায়ের করলে পিবিআই ঢাকা জেলা তদন্তে গেল বছরের ১৩ অক্টোবর প্রথমে ১১ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। পরে গেল রাতে সাভার থেকে গ্রেপ্তার করা বাকী দুজনকে।
গ্রেপ্তারকৃত দুজনকে স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য বিকালে আদালত পাঠানো হবে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।