প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে বেদে ও হিজড়ারা পেল কর্মমুখী প্রশিক্ষণের সনদ

নিজস্ব প্রতিবেদক: পিছিয়ে থাকা বেদে ও হিজড়া জনগোষ্ঠী উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দেশ উন্নয়নে অংশীদার হবে বলে এবং তারাও সমাজে বিশেষ ভূমিকা রাখবে বলে বক্তব্য দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

শুক্রবার বিকেলে সাভারের বাড্ডা হাইস্কুল মাঠে ৫০ জন বেদে ও হিজড়া গোষ্ঠীর ৫০ দিন ব্যাপী শেলাই এবং বিউটিফিকেশন প্রশিক্ষণ শেষে সনদ ও এককালীন অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলার অতিরিক্স পুলিশ সুপার সাইদুর রহমান, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক রমজান আহাম্মেদসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার উপজেলা সমাজ সেবা অফিসার জিয়াউর রহমান।

Related Articles

Leave a Reply

Close
Close