সাভারস্থানীয় সংবাদ

সাভারে বাস চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক: সাভারে যাত্রীবাহী বাস চাপায় সখিনা বেগম (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুুুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সখিনা ধামরাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার স্বামীর নাম আব্দুস সালাম।

পুলিশ জানায়, দুপুরে সাভারের সিআরপি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী আসাদ এন্টারপ্রাইজ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close