প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ফ্লাটে অসামাজিক কার্যকলাপ, কিশোরীসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভারে একটি আবাসিক বহুতল ভবনের ফ্লাট থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৫জনকে আটকের পর ৪ জনকে দুই মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সাভার পৌর এলাকার ৩০/৫৩শাহীবাগ মহল্লার ‘ড্রিম গার্ডেন-১’ ভবনের ছষ্ঠ তলার ফ্লাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- আজাদ শরীফ (২৯), দেলোয়ার হোসেন দিলু (৩২), শিমা খাতুন (২৪), দিলারা বেগম (৩৫), সাথী (১৫)। এদের মধ্যে সাথীকে গাজীপুরের কিশোরী সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ফ্লাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন তথ্যের ভিত্তিত্বে লুৎফর নেছা রানুর মালিকানাধিন ভাড়া দেয়া ফ্লাটটিতে অভিযান চালানো হয়। আটক ৫জনের মধ্যে একজন কিশোরী রয়েছে। তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্যদের দুই মাস করে কারাদন্ড দেয়া হয়েছে।

অভিযানে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close