প্রধান শিরোনামসাভার
সাভারে প্রাথমিক বিদ্যালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আমিনবাজারে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়েছে দুদক।
সোমবার (১৪ অক্টোবর) অভিযোগের প্রেক্ষিতে আমিনবাজারের মরিচারটেক গ্রামে উত্তরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে আসে দুদক ঢাকা-১ টীম।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান ঢাকা অর্থনীতিকে জানান, বিদ্যালয়ে নতুন চারতলা ভবন নির্মাণের কাজ চলছে। এবছরের জুন মাসে চালু হওয়া এ প্রকল্পে দূর্নীতির অভিযোগ পেয়ে আজ অনুসন্ধানে আসে দুদক।
নির্মাণকাজের দায়িত্বে থাকা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে দুদক। ল্যাব টেস্ট করার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করে তারা।
দূর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহাকারী পরিচালক আমির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। নির্মাণধীন কাজের নমুনা ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
/আরএম