প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে প্রাণনাশের ভয় দেখিয়ে ১৭ বছরের ছেলেকে বলাৎকার
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভারে এক শিক্ষার্থীকে (১৭) বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ আগষ্ট) সকালে সাভারের নামাবাজার এলাকার কাঠপট্টিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
এব্যাপারে পুলিশ জানায়,গতকাল রাতে ধামরাই উপজেলার ফোর্ডনগর এলাকার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে মোবাইল ফোনে ডেকে নেয় রুবেল নামের এক যুবক (২৪)। পরে ওই শিক্ষার্থীকে সাভারের কাঠপট্টি এলাকার নিজ ভাড়া বাড়িতে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করে রুবেল।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী সাভারের দক্ষিণ দড়িয়ারপুর এলাকার নিউ রেডিয়েন্ট স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করতো। সে ধামরাইয়ের ফোর্ডনগর এলাকায় থাকে। বাড়িতে ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা মাকে জানায় ভুক্তভোগী। পরে ওই শিক্ষার্থী রাতেই সাভার মডেল থানায় রুবেলকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ সোমবার সকালে কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আসামী রুবেলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রশিদ জানান, ভুক্তভোগীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
/আরএম