সাভারস্থানীয় সংবাদ

সাভারে পুকুর থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারের গেন্ডার এলােকার পুকুর থেকে থেকে অজ্ঞাত এক কিশোরের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় সাভারের গেন্ডা বালুর মাঠ এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে তার গায়ে ঘাস লতা পেচানো ছিল।

পুলিশ জানায়, ওই এলাকায় পুকুরে এক কিশোরকে দেখতে পায। প্রাথমিকভাবে স্থানীয় একজন দেখে ভাবে সে গোসলে করছিলো। কিন্তু কিছুক্ষন পর থেকে তাকে আর দেখতে পাচ্ছিনা। তখন বিষয় আশের পাশের কয়েকজন জানায়। পরে স্থানীয় কয়েকজন পানি নেমে কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক পাভেল মোল্লা জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে কিশোর মারা গেছেন। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পাশাপাশি তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close