দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে পরিবেশ অধিদফরের অভিযান, দুটি কারখানা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের পৃথক স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত ব্যাটারী থেকে পলিথিনের কাঁচামাল তৈরি ও একটি ব্যাটারী কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফরের ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার শ্রীখন্ডিয়া ও সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ জানান, আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় একটি নামবিহীন কারখানায় কোনরকম ছাড়পত্র ছাড়াই তারা পরিত্যাক্ত ব্যাটারীর প্লাস্টিকের কেসিং প্রক্রিয়া করে প্লাস্টিকের কাঁচামাল পস্তুত করে আসছিলো। এতে করে মারাত্মক ভাবে পরিবেশ দুষণ হচ্ছিলো। তাদের বৈধ কোন কাগজ দেখাতে না পারায় কারখানাটি বন্ধের নির্দেশ দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় লিজেন্ট ব্যাটারী নামের অপর একটি ব্যাটারী তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এ কারখানাটিও বন্ধ ঘোষণা করা হয়।

এ ধরনের অভিযান প্রতি সপ্তাহে পরিচালনা করা হবে বলে জানান পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close