সাভারস্থানীয় সংবাদ
সাভারে পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও ১৮ জন করোনায় আক্রান্ত, বেড়ে ৬২
নিজস্ব প্রতিবেদক: সাভারে গত ২৪ ঘন্টায় আরও নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ জনে দাড়ালো।
বুধবার ( ০৬ মে) সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হুদা মিঠু মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জন সনাক্ত হয়। এরমধ্যে সাভারের পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন। এছাড়া এই তালিকায় নতুন করে আরও ৯ জন পোশাককর্মী আক্রান্ত হয়েছে। বাকী ৮ জন বিভিন্ন পেশার।
তবে এ তালিকায় সাভারের আশুলিয়ায় বসবাসকারী একজন ব্যাংক কর্মকর্তা থাকলেও তার কর্মস্থল ধামরাই হওয়ায় তাকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ফলে প্রথমে সাভারে ১৯ জনের তালিকা করা হলেও পরে ১৮ জন করা হয়।