প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: সাভারে আলী আজগর নামের (৬৫) এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার একটি বটগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল অজগর কালিয়াকৈর গ্রামের মৃত শমসের আলীর ছেলে। আলী আজগর সেখানেই স্থানয়ি একটি বাজারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতো।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠানো হয়েছে। স্থানীয়দের মতে, গতরাত ১ টারি দেক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় নিহত আলী আজগর। তেমন কোন আহত না হওয়ায় পরে তিনি চলে যান। পরে সকালে তার মরদেহ পাশ্ববর্তী বটগাছের নীচ থেকে পাওয়া যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ির উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে তার শরীরের কোনে আঘাতে চিহ্ন নেই। তার পরনে জ্যাকেটের পিছনের অংশ কিছুটা ছেড়া। তাই প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু মুল কারণ জানা যাবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।