প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে নিজ ঘরেই বৃদ্ধার ক্ষত বিক্ষত লাশ

নিজস্ব প্রতিবেদক: সাভারে নিজ বাড়ি থেকে ফাতেমা আক্তার (৬২) নামের এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।

এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাতেমা যশোর জেলার বাঘাপাড়া থানার ডক্টর শেখ ফজলুর রহমানের মেয়ে। তিনি ওই এলাকায় তার ছেলে জাহিদুল আলমের বাসায় থাকতেন।

নিহতের ছেলে জাহিদ আলম জানায়, আমি একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। সেই সুবাদে আমাকে রাজধানীর মিরপুরে থাকতে হয়। প্রতি শুক্রবার খাগান আমার মাকে দেখতে আসি। আজও সকালে মাকে দেখতে আসি। পরে বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে কাজের লোককে প্রাচীর টপকে ভিতরে দেখতে বলি। কাজের লোক বলে বাহিরে পড়ে আছে। পরে গেট খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পাই আমার মায়ের মনদেহ। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করে মারা যেতে পারে। কিন্তু মায়ের কাঁধে আগাতের চিহ্ন রয়েছে। একই সাথে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে ঘটনা অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close