প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে দেড় হাজার মুরগী পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে একটি পোল্ট্রি মুরগির খামারের প্রায় দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শনিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে আগুন দেয় দুর্বৃওরা।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃওরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫’শ মুরগি পুড়ে যায়। খামারের পাশে অনেক গাছ পালাও আগুনে পুড়ে যায়। মুরগীর আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা।

পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, ‘আমি এই ফার্ম পরিচালনা করে সংসার চালাইতাম। আমার রোজগারের একমাত্র পথ ছিলো এটি। কিন্তু আগুন দিয়ে সর্বশান্ত করেছে আমাকে। আমার সন্তানের লেখাপড়ার খরচও এখন যোগাতে পারবো না।

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই অপূর্ব দত্ত বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close