প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে দূরপাল্লার বাসের সংকট, যাত্রীদের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহনের চাপ খুব স্বল্প থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চাপ বেড়েছে মহাসড়কগুলোতে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে সড়কে গাড়ির চাপ স্বাভাবিক দিনের মতই হয়ে এসেছে। তবে দূরপাল্লার বাস তুলনামূলকভাবে কম থাকলেও স্বাভাবিক রয়েছে লোকাল পরিবহণগুলো।
এদিকে তুলনামুলক গাড়ি কম থাকায় অনেক যাত্রীকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে। গতকাল মধ্যরাত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পর ধর্মঘট তুলে নেয় পরিবহন শ্রমিক সমিতি। তবে মধ্যরাতে এ সিদ্ধান্ত আসায় তা বাস্তবায়ন বা তৃণমূল পর্যায়ে খবর পৌছতে সময় লেগেছে বলে দিনের শুরুতে গাড়ির সংখ্যা কম ছিলো বলে জানান সংশ্লিষ্টরা। উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গমূখী দূরপাল্লার বাসগুলোও দুপুরের পর থেকে ছাড়তে শুরু করেছে।
সকাল থেকে কোন বাস না ছাড়লেও দুপুরের পর থেকে গাড়ি ছাড়া শুরু করবে বলে জানিয়েছে আলহামরা পরিবহনের বাইপাইল কাউন্টার মালিক।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে কর্মরত ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন ঢাকা অর্থনীতিকে জানান, সকাল থেকে এ পর্যন্ত কোন ধরণের বিশৃঙ্খলার তথ্য পাইনি। রাস্তায় অন্যান্য দিনের চেয়ে গাড়ির চাপ কম। তবে বেলা বাড়তে বাড়তে গাড়ির সংখ্যা বেড়েছে।
/আরএম